‘থার্টি ফার্স্টে’ সন্ধ্যার মধ্যে ঘরে ফেরার অনুরোধ

ইংরেজি বর্ষবরণ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর অভিজাত এলাকায় বসবাসরত লোকজনকে আগামীকাল সোমবার সন্ধ্যা সাতটার মধ্যে ঘরে ফেরার অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
ওই দিন বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকার কূটনৈতিক এলাকা, গুরুত্বপূর্ণ এলাকার সড়ক, হোটেল-ক্লাব, বিশ্ববিদ্যালয় ও গির্জায় বাড়তি সতর্কাবস্থায় থাকবে পুলিশ। পুলিশের এই বিশেষ নিরাপত্তাব্যবস্থার কার্যক্রম আগামীকাল সোমবার সন্ধ্যা সাতটা থেকে ১ জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত চলবে।
আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদ এসব কথা জানান। ডিএমপির কমিশনার বলেন, এ সময় দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্য যদি অবহেলা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সবাই যাতে ইংরেজি বর্ষবরণ উদযাপন করতে পারে, সে জন্য নগরের রাজপথে, বিশেষ করে গুলশান-বনানীর মতো অভিজাত এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এসব এলাকায় বসানো হবে ১৪টি বিশেষ চেকপোস্ট। রাজপথে থাকবে পুলিশের টহল দল। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যাওয়ার জন্য কেবল কাকলী ক্রসিং (কামাল আতাতুর্ক অ্যাভিনিউ) ব্যবহার করতে বলা হয়েছে। এই সড়ক ছাড়া ওই এলাকায় প্রবেশের অন্য সড়কটি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হবে। একইভাবে আগামীকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার জন্য পুরোনো হাইকোর্ট-দোয়েল চত্বর-শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ গেট-পলাশী মোড় সড়কটি শুধু খোলা থাকবে বলে জানান ডিএমপির কমিশনার। তা ছাড়া রাজপথে অকারণে যানবাহনের হর্ন না বাজানোর অনুরোধ করেন তিনি।
ডিএমপির কমিশনার আগামীকাল রাতে অভিজাত এলাকার হোটেলের পানশালাগুলো সন্ধ্যা ছয়টার পর বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। কাল কোনো ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে উত্সবস্থলে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।